hijibiji-cover

এবাউট

সংক্ষেপে হিজিবিজি:

হিজিবিজি শুধুই একটি ম্যাগাজিন নয়; হিজিবিজি একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নিজেদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরতে, তাদের গল্প বিশ্বকে জানাতে এবং একটি সুবিশাল কমিউনিটির অংশ হতে পারে। আপনি একজন শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ক্রিয়েটিভ লেখক, শিল্পী, ফটোগ্রাফার যাই হোন না কেন, আপনার যদি নিজস্ব কিছু বলার থাকে, তবে হিজিবিজি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, হিজিবিজির একজন হতে।

হিজিবিজির গল্প:

অক্টোবর ২০১৯। একদল উন্মাদ তরুণের হাত ধরে শুরু হয় বাংলাদেশের প্রথম স্টুডেন্ট ম্যাগাজিনের পথচলা। হিজিবিজি স্টুডেন্ট ম্যাগাজিন। সেই তরুণরা তখন কেবল স্কুলের গন্ডি পেড়িয়ে কলেজে উঠেছে। পূর্বের কোন অভিজ্ঞতা না থাকলেও একটা সুদৃঢ় লক্ষ ছিল তাদের। একরকম শুন্য-হাতে শুরু হলো হিজিবিজি। তারপর? তারপর তো ইতিহাস!

লেখা পাঠাতে নিচের বাটনে ক্লিক করুন,

হিজিবিজির সদস্য হোন:

নিজ ক্যাম্পাস থেকে হিজিবিজির সদস্য হিসেবে আবেদনের জন্য,