কন্টেন্ট লেখার নিয়ম

direction
direction

(সর্বশেষ আপডেট: ১২ মার্চ, ২০২৪)

আপনি কি নিজের ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট বা আইডিয়াগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান? হিজিবিজি স্টুডেন্ট ম্যাগাজিন আপনাকে হিজিবিজির আসন্ন সংখ্যায় লেখা পাঠাতে এবং হিজিবিজির অংশ হতে আহ্বান জানাচ্ছে!

সংক্ষেপে হিজিবিজি:

হিজিবিজি শুধুই একটি ম্যাগাজিন নয়; হিজিবিজি একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নিজেদের ক্রিয়েটিভিটিকে তুলে ধরতে, তাদের গল্প বিশ্বকে জানাতে এবং একটি সুবিশাল কমিউনিটির অংশ হতে পারে। আপনি একজন শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ক্রিয়েটিভ লেখক, শিল্পী, ফটোগ্রাফার যাই হোক না কেন, আপনার যদি নিজস্ব কিছু বলার থাকে, তবে হিজিবিজি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে, হিজিবিজির একজন কন্ট্রিবিউটর হতে।

সাবমিশনের বিভাগ সমুহ:

নিচের বিভাগগুলোতে আমরা লেখা সাবমিশনের আহ্বান জানাচ্ছি।:

  • লেখালেখি:
    • গল্প
    • কবিতা
    • প্রবন্ধ
    • ক্রিয়েটিভ নক-ফিকশন
    • রিভিউ (বই, সিনেমা, গান ইত্যাদি)
  • আর্ট/ভিজ্যুয়াল আর্ট:
    • চিত্রকর্ম
    • ইলাস্ট্রেশন
    • ফটোগ্রাফি
    • ডিজিটাল আর্ট
    • কমিক্স
  • মতামত বা আইডিয়া:
    • মতামত
    • কাল্পনিক
    • ব্যক্তিগত পরিকল্পনা বা চিন্তা
  • ফিচারস:
    • সাক্ষাৎকার
    • প্রোফাইল বা বায়োগ্রাফি
    • ক্যাম্পাস সংবাদ

সাবমিশনের গাইডলাইন:

  • সাবমিশন অবশ্যই অরিজিনাল বা স্বরচিত হতে হবে এবং পূর্বে কোথাও (ফেসবুক, ব্লগ, জার্নাল, নিউজ পেপার, ম্যাগাজিন ইত্যাদিতে) প্রকাশিত হওয়া যাবে না।
  • আপনার সাবমিশনে একটি কাহিনীসূত্র থাকতে হবে, লেখাটি এভাবে সাজাতে হবে যাতে মনে হয় আপনি আপনার সামনে বসে থাকা পাঠকদের কাহিনীটি (বিষয়বস্তু যা-ই হোক না কেন) শোনাচ্ছেন।
  • আপনার সাবমিশনের মাধ্যমে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের মানুষকে ছোট করা যাবে না।
  • মতাদর্শ প্রচারকোনো রাজনৈতিক, ধর্মীয় বা কোনো ব্যক্তিগত মতামত প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ।
  • তথ্যসূত্রের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করা যাবে না। ব্যবহার করা সব তথ্য বিশ্বাসযোগ্য হতে হবে। যদি-
    • কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয় তাহলে নিবন্ধের শেষে পুরো URL লিখে দিতে হবে (বুকমার্ক ১, ২, ৩… এভাবে) অথবা সুবিধামতো হাইপারলিংক করে দিতে হবে।
    • কোনো বই থেকে তথ্য নেয়া হলে প্রয়োজনীয় জায়গায় বুকমার্ক দিতে হবে। নিবন্ধের শেষে নিচে বর্ণিত বিন্যাসে বইটি উদ্ধৃত করতে হবে– বইয়ের নাম – লেখক এর নাম – পৃষ্ঠা নম্বর – সংস্করণ নম্বর – প্রকাশক – প্রকাশনার তারিখ
  • কোনো ধরনের কপি-পেস্ট গ্রহণযোগ্য হবে না।
  • শব্দসংখ্যানিবন্ধটি কমপক্ষে ৭৫০ শব্দের মধ্যে থাকতে হবে। কোনো সর্বোচ্চ শব্দ সীমা নেই।
  • লিখিত কন্টেন্ট অবশ্যই ইউনিকোডে বা অভ্র কিবোর্ডে লেখা হতে হবে।
  • আর্ট বা ভিজ্যুয়াল আর্ট হাই রেজ্যুলেশন JPEG বা PNG ফর্মেটে সাবমিট করতে হবে।
  • আপনার সাবমিশনের সাথে অবশ্যই আপনার সংক্ষিপ্ত বায়ো (সর্বচ্চ ৫০ শব্দে) দিবেন।
  • আপনি মেইলে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে লেখা সাবমিট করতে পারবেন
    • মেইল এড্রেস: hello@hijibiji.xyz ; মেইলের সাবজেক্ট হতে হবে “হিজিবিজি সাবমিশন – [লেখার শিরোনাম]”
    • ওয়েবসাইটে সাবমিট করতে,

টিমে যুক্ত হোন:

আপনি কি হিজিবিজি টিমের অংশ হতে আগ্রহী? হিজিবিজি প্যাশনড লেখক, সম্পাদক, ফটোগ্রাফার ও ডিজাইনার খুঁজছে। বিস্তাতিত তথ্যের জন্য,

সোশ্যাল মিডিয়ায়:

হিজিবিজির আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হোন FB/hijibiji.magazine , FB/hijibiji.profile , FB/group/hijibiji.mag , IG/hijibiji.mag, YT/hijibiji.magazine একই সাথে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হিজিবিজি।

শিক্ষার্থীদের কল্পনা, সৃজনশীলতা ও পয়েন্ট অফ ভিউ দিয়ে রাঙিয়ে তোলার মতো একটি ক্যানভাস হলো হিজিবিজি। এই ক্যানভাসে তুলির আচড় দেখতে চাইলে আমাদের যাত্রায় একজন পাঠক হিসেবে যুক্ত হতে পারেন আপনিও।

যেকোন প্রশ্ন বা তথ্যের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন