dinlipi-lekhar-niyom

দিনলিপি লেখার নিয়ম | ১৩ টি দিনলিপি (PDF)

প্রিয় পাঠক, শুভেচ্চছা জানবেন। দিনলিপি লেখার নিয়ম জানার ইচ্ছাই আপনাকে আমাদের এই ব্লগে নিয়ে এসেছে। হিজিবিজি আপনার এই জানার আগ্রহকে শ্রদ্ধা জানায়। দিনলিপি লেখার নিয়ম ভালোভাবে জানতে ও বুঝতে চলুন, এই ব্লগটি মন দিয়ে পড়ে ফেলা যাক!

এর আগে হিজিবিজি টিম আবেদন পত্র লেখার নিয়মপ্রতিবেদন লেখার নিয়ম এর উপর দুইটি পৃথক ব্লগ প্রকাশ করেছে। চাইলে সেগুলোও পড়ে দেখতে পারেন।

দিনলিপি ও দিনলিপি লিখন কি?

ল্যাটিন শব্দ Diarium থেকে ইংরেজি Diary এসেছে। Diary বা ডায়রির বাংলা আভিধানিক অর্ধ ব্যক্তিগত দৈনিক জীবনযাত্রার কাহিনী বা দিনলিপি। ফার্সি ভাষায় একে রোজনামচা বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে, প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে লিপিবদ্ধ করাকে দিনিলিপি বলে।

প্রতিদিনকার ব্যস্ত জীবনে মানুষ বিচিত্র সব মুহুর্তের সম্মুখীন হয়। কখনো সেগুলো হয় সুখের, কখনো বা কেবল দুঃখের। কিন্তু সেই সুখ বা দুঃখের সময়টিকে কেউ কেউ মানুষ মনে করে জীবনের শ্রেষ্ট পাওয়া এবং সেই প্রাপ্তিটুকুকে স্মরণীয় করে রাখতে লিপিবদ্ধ করে খাতার পাতায়। কেউ লেখে কবিতা আকারে, আবার কেউ-বা লেখে গদ্য হিসেবে। নিত্যদিনের সুখ-দুঃখের ঘটনাগুলোকে এভাবে লিপিবদ্ধ করার মজার কাজটিকেই বলে দিনলিপি লেখা। 

কোন ব্যক্তি যখন তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে যখন দিনলিপিতে লিপিবদ্ধ করে তখন তার মানসিক অবস্থা, মনের ইচ্ছা, সামাজিক অবস্থা, দৃষ্টিভঙ্গি, পরিপার্শ্বিক পরিবেশ এবং বাইরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার ইচ্ছা ইত্যাদি সম্পর্কে সহজে ও সংক্ষেপে জানতে পারি। হুটহাট কোনকিছু খাতায় টুকলেই তা কিন্তু দিনলিপি হয়ে যাবে না। দিবিলিপি হতে হলে তাকে অবশ্যই কিছু বেসিক নিয়ম পালন করতে হবে। দিনলিপি লেখার নিয়ম গুলো নিচে বিস্তারিত আলোচনা করছি। 

দিনলিপি লেখার নিয়ম

  • দিনলিপির শুরুতে উপরের দিকে তারিখ ও বার লিখতে হয়। কারণ, এর মাধ্যমে বোঝা যাবে, ঘটনাটি কত তারিখ ও কি বারে ঘটেছিল। এটা ডানে বা বামে যেকোন যায়গায় লেখা যাবে। 
  • ঘটনাটি কোথায় ও কোন সময় ঘটেছে এটা সম্পর্কে ধারণার জন্য দিবলিপিতে ঘটনার সময় ও স্থান উল্লেখ করতে হয়।
  • দিনলিপিতে সারাদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে লেখা যায় না। শুধু উল্লেখ্যযোগ্য বিশেষ ঘটনা সমুহকে উল্লেখ করতে হয়।
  • দিনলিপিতে সহজ, সরল, স্পষ্ট ও প্রত্যক্ষ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ ভাবনাচিন্তা বা কৌতুহলজনক তথ্য লেখা হয়।
  • দিনলিপিতে উত্তম পুরুষের (আমি, আমার) বা নিজের ঘটনা লেখা হয়।
  • দিনলিপি সাধারনত লেখা হয় কোন অনুষ্ঠান বা বিপর্যয় বা কোন গুরুত্বপূর্ণ তথ্য বা কোন বিশে ভাবনা চিন্তা অথবা কৌতুহলজনক কোন তথ্য বা ঘটনা।
  • দিনলিপিতে ঘটয়ার সাথে সম্পর্কিত চরিত্র সমূহের পরিচয় সংক্ষেপে ফুটিয়ে তুলতে হবে।
  • লেখকের বর্ননা ও বিবরণ দিনলিপির ক্ষেত্রে ঘোছালো ও পরিচ্ছন্ন হওয়া আবধ্যক।
  • দিনলিপি সম্পূর্ণরূপে ব্যক্তিগত রচনা। এতে নিজস্ব অভিমত, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির প্রকাশ করাটা স্বাভাবিক।
  • দিনলিপিতে সত্য ঘটনা তুলে ধরতে হয়। কাল্পনিক ঘটনা লেখা যাবে না।

১৩ টি দিনলিপি লেখার নিয়ম (PDF)

কনক্লুশন

আমরা খুব সহজভাবে দিনলিপি লেখার নিয়ম বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমরা নমুনা হিসেবে ১৩ টি দিনলিপি তুলে ধরেছি। এর জন্য উপরে দেওয়া বাটনটিতে ক্লিক করুন।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান পেতে ইমেইল সাবমিট করে সাবস্ক্রাইব করুন।

Share this article
0
Share
Shareable URL
Prev Post

অমর একুশে বই বিনিময় উৎসব ২০২৪

Next Post

অনলাইন বয়স ক্যালকুলেটর | বয়স বের করার নিয়ম ২০২৪

Comments 2
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৩১ বছর পর | নুসরাত জান্নাত

ঘোষ পরিবারের ছোট ছেলে বিমল ঘোষ এবার পুজো কাটাতে যাবে কক্সবাজারে। তার স্ত্রী চন্দনাকেও সাথে নিবে। যৌথ পরিবারে…
31-bochor-por
0
Share