tarara-sammo-raian

তারারা সাম্য রাইয়ান সংখ্যা: আলো আঁধারের পদধ্বনি শোনা যাবে | তৈমুর খান

  • তারারা (সাহিত্যের আলোকপত্র)
  • পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রকাশিত
  • বর্ষ ৯ • সংখ্যা ২ • জুন ২০২৩
  • সম্পাদক: আশুতোষ বিশ্বাস
  • সহ-সম্পাদক: স্বাগতা বিশ্বাস
  • প্রচ্ছদ : দয়াময় বন্দ্যোপাধ্যায়
  • দাম: ২০০ টাকা

সাহিত্যের আলোকপত্র ‘তারারা’ সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশের কবি, সম্পাদক, গদ্যকার সাম্য রাইয়ানকে নিয়ে একটি বিশেষ সংখ্যা। কবির বহুমুখী পরিচয় এই সংখ্যায় যেমন মুদ্রিত হয়েছে, তেমনি তাঁর সাক্ষাৎকার, তাঁর লেখা একগুচ্ছ কবিতাও পাঠকের কাছে বড়ো প্রাপ্তি। নয়ের দশকে সাম্য রাইয়ানের জন্ম বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। ২০০৫ সালে প্রথম কবিতা ‘স্বাধীনতা তুমি’ লিখে তাঁর যাত্রা শুরু। ২০০৬ থেকে ‘বিন্দু’ নামে সাহিত্যপত্র সম্পাদনা করেন। এপর্যন্ত তার মুদ্রিত গ্রন্থের সংখ্যা ১০। উল্লেখ্য গদ্যগ্রন্থ: ‘সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট’, ‘লোকাল ট্রেনের জার্নাল’ আর কাব্যগ্রন্থ ‘বিগত রাইফেলের প্রতি সমবেদনা’, ‘মার্কস যদি জানতেন’, ‘হলুদ পাহাড়’, ‘চোখের ভেতরে হামিংবার্ড’, ‘লিখিত রাত্রি’, ‘হালকা রোদের দুপুর’ প্রভৃতি। সম্পাদিত গদ্যগ্রন্থ: ‘জন্মশতবর্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ’ ও ‘উৎপলকুমার বসু’। সাম্য রাইয়ান এই মুহূর্তের উজ্জ্বল এক বিপরীত ধারার কবি হিসাবে পরিচিত। তাঁর লেখার মধ্যে জীবনযাপন প্রক্রিয়ারই একান্ত নিবিষ্ট পরিচয় পেয়েছেন লেখকেরা। আলো-অন্ধকারের গভীর সামঞ্জস্যে প্রকৃতি ও জীবনের, ইতিহাস ও মৃত্যুর, সময় ও অনন্তের পদধ্বনি তাঁর সৃষ্টিতে শোনা যায়। তাঁর চেতনার বহুমাত্রিকতা ও বাঁক বদলের চৈতন্যপ্রবাহ পাঠককে উন্মুক্ত প্রান্তরে পৌঁছে দেয়। বাংলাদেশ ও ভারতের বিখ্যাত কবি-প্রাবন্ধিক, কাব্য সমালোচকেরা তাঁকে নিয়ে কলম ধরেছেন। এই সংখ্যায় সাম্য রাইয়ানকে উৎসর্গীকৃত কবিতা লিখেছেন: ইয়ার ইগনিয়াস, রুবেল সরকার, সাজ্জাদ সাঈফ, উপল বড়ুয়া ও গিয়াস গালিব। কবির ৬টি সাক্ষাৎকার নিয়েছেন: লাবণী মণ্ডল, সাইদুর রহমান সাগর, হিম ঋতব্রত, আবু জাফর সৈকত, প্রমুখ কবি ও সম্পাদকগণ। তাঁকে নিয়ে প্রবন্ধ লিখেছেন: ড. অমিতাভ কর, ড. সুশান্ত চৌধুরী, ড. মধুমঙ্গল ভট্টাচার্য, ড. আশুতোষ বিশ্বাস, ড. অনিন্দ্য রায়, ড. বিশ্বন্তর মণ্ডল, হরিৎ বন্দ্যোপাধ্যায়, ধীমান ব্রহ্মচারী, স্বাগতা বিশ্বাস, সন্দীপন দাস। সাম্য রাইয়ানের লিটলম্যাগ অ্যাক্টিভিটিজের আলোকপাত করেছেন: অনুপ মুখোপাধ্যায় ও আহমেদ মওদুদ। গ্রন্থ পর্যালোচনায় আছেন: ড. অমিতাভ রায়, ড. প্রবাল চক্রবর্তী, অবন্তিকা সেন, ফেরদৌস লিপি, সব্যসাচী মজুমদার, সুবীর সরকার, সৈয়দ আহসান কবীর, তানজিন তামান্না, অমিতাভ অরণ্য, সুতপা রায়, সাজ্জাদ সুমন, শামীমফারুক, বিপুল বিশ্বাশ, আইরিন সুলতানা ও আহমেদ তানভীর। সাহিত্যের পাঠ অনুভবের বিশ্লেষণে: কৌশিক সেন, মাহদী আনাম, শামীম সৈকত ও হোসাইন মাইকেল। পত্রিকার সম্পাদক প্রায় দু’বছরের অনলস প্রয়াসে এই বিশেষ সংখ্যাটিকে দাঁড় করাতে পেরেছেন। একটা লিটল ম্যাগাজিনের এই কাজকে কুর্নিশ জানাতেই হয়।

Share this article
0
Share
Shareable URL
Prev Post

৩১ বছর পর | নুসরাত জান্নাত

Next Post

হিজিবিজি আবৃত্তি উৎসব ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share