21-november-and-mitra-bahini

২১ নভেম্বর ও মিত্র বাহিনী গঠন

১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়। এ বাহিনীটি মূলত বাংলাদেশের মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী একটি সামরিক জোট ছিল।

২১ নভেম্বর, ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গঠিত বাংলাদেশ-ভারত মিত্রবাহিনীর কমান্ডার ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা।

মিত্রবাহিনীর চারটি অঞ্চলে যুদ্ধ অভিযান পরিচালনা করেছিল। সেগুলো হলো:

  • পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী অভিমুখে।
  • উত্তরে রংপুর, দিনাজপুর, বগুড়া।
  • পশ্চিমে যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর।
  • মেঘালয়ের তুড়া থেকে জামালপুর, ময়মনসিংহ অভিমুখে।

মিত্রবাহিনীর এই যুদ্ধ অভিযানের ফলে পাকিস্তানি হানাদার বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে।

বাংলাদেশ-ভারত মিত্রবাহিনীর গঠন এবং যুদ্ধ অভিযান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই বাহিনী গঠনের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের পথ সুগম হয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত হয়েছিল।

Share this article
0
Share
Shareable URL
Prev Post

২০ নভেম্বর ও টিপু সুলতান

Next Post

২২ নভেম্বর ও এরশাদের জরুরী অবস্থা ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২৫ নভেম্বর ও তাজমহল 

ভারতীয় ইতিহাসে ২৫ নভেম্বর ২০০৪ ছিল একটি উল্লেখযোগ্য দিন। এই দিনে, আগ্রার তাজমহল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী…
25-november-and-tajmahal

দায়িত্ব | নুসরাত জান্নাত

বগুড়া থেকে শ্যামলী বাসে উঠেছি। গন্তব্য কক্সবাজার। বহুদিন পর যাচ্ছি। তবে ভীড় বেশি হওয়ায় চেয়ার কোচ এ সিট পাই…
dayitwa

আত্মচিৎকার | তানজিলা তিথি

ঝুম বৃষ্টি হচ্ছে। তার সাথে প্রচন্ড বাতাস। বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে বাড়ছে। স্টপেজে বাস থামতেই আমি নেমে পড়লাম।…
atmachitkar
0
Share