28-november-and-royal-society

২৮ নভেম্বর ও রয়েল সোসাইটি অব লন্ডন

রয়েল সোসাইটি অব লন্ডন ফর ইম্প্রুভিং ন্যাচারাল নলেজ ওরফে রয়েল সোসাইটি, এটি একটি ব্রিটিশ জাতীয় বিজ্ঞান একাডেমী। এটি ১৬৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম বিজ্ঞান সোসাইটি।

রয়েল সোসাইটির লক্ষ্য হলো বিজ্ঞান এবং তার সুবিধাগুলি, বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব প্রচার করা এবং বিজ্ঞানের প্রতি সমর্থন এবং জনসংযোগের তৈরির জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা। একই সাথে বৈজ্ঞানিক উন্নয়নে সকল দেশকে একসাথে কাজ করতে আহ্বান করাও ছিল এর অন্যতম লক্ষ্।

রয়েল সোসাইটির সদস্য হতে পারা একধরনের সম্মানের প্রতীক। সদস্যরা FRS (ফেলো অফ রয়েল সোসাইটির) পদবী ব্যবহার করতে পারেন। রয়েল সোসাইটির সদস্যদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য পেশার লোকজন, যারা বিজ্ঞানে অবদান রেখেছেন।

রয়েল সোসাইটি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে রয়েছে:

  • বৈজ্ঞানিক গবেষণা এবং প্রকাশনা
  • বৈজ্ঞানিক শিক্ষা এবং জনসাধারণের সাথে সংযোগ
  • বৈজ্ঞানিক নীতির উপর পরামর্শ
  • আন্তর্জাতিক সহযোগিতা

রয়েল সোসাইটি বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর সদস্যরা এমন অনেক আবিষ্কার এবং উদ্ভাবনের সাথে জড়িত ছিলেন যা বিশ্বকে পরিবর্তন করেছে। রয়েল সোসাইটি বিজ্ঞানের অগ্রগতির জন্য ভবিষ্যতেও ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Share this article
0
Share
Shareable URL
Prev Post

২৭ নভেম্বর ও বাপ্পী লাহিড়ী 

Next Post

২৯ নভেম্বর ও ট্রাফিক লাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৩১ বছর পর | নুসরাত জান্নাত

ঘোষ পরিবারের ছোট ছেলে বিমল ঘোষ এবার পুজো কাটাতে যাবে কক্সবাজারে। তার স্ত্রী চন্দনাকেও সাথে নিবে। যৌথ পরিবারে…
31-bochor-por
0
Share